মেহের আমজাদ,মেহেরপুর; কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে পালন করা হয়েছে দেশের সংবাদ ভিত্তিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল ২৪ এর ১০ম বর্ষপূর্তি।
মঙ্গলবার সকাল ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার মোঃ রাশেদুজ্জামান রশেদ।
বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারফ আহম্মদ বিজন, সাবেক সভাপতি অ্যাডঃ শফিকুল আলম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক ফজলুল হক, বি.এম এর সভাপতি ডাঃ আবুল বাশার, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযম, তুহিন আরণ্য, স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ ওমর ফারুক প্রিন্স, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। চ্যানেল ২৪ এর ১০ম বর্ষ পূর্তিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা জানান এবং চ্যানেলটির সাফল্য কামনা করেন। বক্তারা বলেন,দেশে যে কয়েকটি সংবাদ ভিত্তি চ্যানেল রয়েছে তার মধ্যে চ্যানেল ২৪ তাদের আলাদা একটি বৈশিষ্ট ধরে রেখেছে। ইতোমধ্যে মানসম্মত সংবাদের দিক দিয়ে চ্যানেলটি অনেক এগিয়ে রয়েছে। এ ছাড়াও মফস্বলের সংবাদের দিক দিয়েও চ্যানেলটি অনেক এগিয়ে। চ্যানেলটিতে মফস্বলের অনেক অনুসন্ধানী রিপোর্টের উঠে আসছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.