মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে র্কোট জামে মসজিদ মার্কেটে অবস্থিত দোকান ঘর ভাঙ্গা, ব্যবসায়ীদের নির্যাতন এবং দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কোর্ট মসজিদের পাশে এ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত অনুষ্ঠানের আগে সেখানে বক্তব্য রাখেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র সিনিয়র সহ-সভাপতি শেখ মোমিন,সদস্য রাশেদ প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,গত ০৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান আদালতে বিচার চলমান থাকা অবস্থায় উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির ৫ দিনের কর্মসূচির দ্বিতীয় দিন কোর্ট জামে মসজিদে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সহ সাধারণ ব্যবসায়ীরা জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করে। মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি’র ঘোষিত পরবর্তি কর্মসূচির মধ্যে রয়েছে ১১ জুন সকাল ১১ টায় দোকান বন্ধ করে কলো পতাকা সহ ২৫ মিনিট অবস্থান করবে, এ সময় কোন বেচা-কেনা হবে না। ১২ জুন সকাল সাড়ে ১০ টায় কাফনের কাপড় সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি, প্রয়োজনের হরতালের মত কর্মসূচি ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.