মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মেহেরপুর সদর ক্সাস্টার মোঃ জহুরুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। জাতি গড়তে হলে সকলকে শিক্ষিত হতে হবে। তিনি বলেন,শিক্ষায় জাতির মেরুদন্ড। সেই সঙ্গে খেলাধুলা শরীরচর্চা একান্ত প্রয়োজন। মনোবল ও শক্তি তৈরী করতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.