এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোণা : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, ‘মেধাবী সৃজনশীল জাতি গঠনে গ্রন্থাগারের বিশেষ ভূমিকা রয়েছে। এ কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থাগার আন্দোলনকে বেগবান করতে গণগ্রন্থাগার অধিদপ্তর সৃষ্টি করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও গ্রন্থাগার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন’। তিনি শনিবার দুপুরে স্থানীয় পাবলিক হলে নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারের সভাপতি জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলান খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।
সভায় গ্রন্থাগারের সার্বিক উন্নয়ন ও গৃহীত কর্মসূচি নিয়ে কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.