শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ২৩ এপ্রিল শনিবারঃ ফরিদপুরের মধুখালীতে সারাদেশের ন্যায় মৌসুমি রোগ ডায়রিয়ার প্রকোপ রুপ ধারন করেছে।
সারা দেশের ন্যায় মধুখালীসহ আশপাশের উপজেলা গুলিতে ডায়রিয়া ছড়িয়ে পরছে। তার বেশীর ভাগ চাপ পড়ছে মধুখালী হাসপাতালে। মধুখালী সদর হাসপাতালের দেয়া তথ্যনুযায়ী মার্চ মাসে ১৬২জন এবং ২৩ এপ্রিলের দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১৮১ জন
মধুখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । প্রতিদিন গড়ে প্রায় ৮জন ডায়রিয়ার রোগি ভর্তি হচ্ছেন। দিন দিন হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বেড়েই চলেছে। কোন ভাবেই থামছে না । সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। চলতি ২৩ এপ্রিল পর্যন্ত ৫ বছরের নীচে ৫৯জন শিশু ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। উপজেলার মেগচামী ইউনিয়নের রামনগর গ্রামের ৮ মাস বয়সী দিগন্তর মা পূর্নীমা জানান তার সন্তানের অবস্থা খুউব খারাব হয়ে ছিল গতরাতে ওকে ভর্তি করেছি বর্মমানে আমার সন্তান ভাল আছে। জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের বেড়াদি গ্রামের তাসলিমার সন্তান জান্নাতী(১),পৌর সভার আলামপুর গ্রামের ৩ সন্তানের জননী হাবেলা বেগম(২৫)গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফ বিশ্বাস(৬০)সহঅনেকে ডায়রিয়ার চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন ।
এ ব্যপারে মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ কবির সরদার জানান ডারিয়ার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে।এ সময় ডায়রিয়ার প্রকোপ বাড়ে আমরা সতর্ক আছি। জনসাধারণকে বলি খোলা খাবার না খাওয়া এবং খাদ্য গ্রহনে সতর্কতা গ্রহন করা। উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ আঃ সালাম জানান কেবল মাত্র এ রুপটা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের। এর বাইরে ওয়াড পর্যায়েও আছে । ডায়রিয়া প্রতিরোধে বা চিকিৎসায় কমিউনিটি ক্লিনিক গুলোতে পর্যাপ্ত ঔষধ পাঠিয়েছি । আমাদের কাছে যথেষ্ঠ ডায়রিয়া চিকিৎসা সমগ্রী মজুত আছে । এ পর্যন্ত ডায়রিয়ায় কোন প্রাণ হানির ঘটনা ঘটে নাই । সবাই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ীতে ফিড়ে গেছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.