বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। উপজেলার মাঠে মাঠে এখন কেবলই সবুজের সমারোহ বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের ক্ষেত। কৃষকেরা মুখে হাসি বুকে স্বপ্ন নিয়ে প্রহর গুনছে উঠানে কখন আসবে বোরো ক্ষেত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে নয় হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো আবাদ হয়েছে।
লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে তের হাজার তিনশত হেক্টর। উপজেলার ১০টি ইউনিয়নে কমবেশি সব এলাকায় বোরো চাষ হয়েছে। বোরো চাষীদের সাথে কথা বলে জানা যায় অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে অনেক কৃষক বোরে ধানের চাষ করছেন অতিরিক্ত লাভের আশায়। কারণ বিগত দিনে বাজারে ধানের মুল্য না থাকায় অনেক বোরো চাষী ধান চাষ না করে ভুট্রা,বাদাম সহ অন্যান্য ফসলের চাষ শুরু করেছেন। দেশে করোনা দুর্যোগের ফলে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় এ এলাকার কৃষকরা বর্তমানে ধান চাষের দিকে ঝুকে পড়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন-অর-রশিদ জানান এ উপজেলার মাটি বোরো ধান চাষে উপযোগী। কৃষকরা অন্যান্য আবাদের পাশাপাশি বোরো ধান চাষে আগ্রহী হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ কৃষকদের বোরো ধানের চাষ করতে কৃষি প্রনোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করেছেন। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.