হলিউড তারকা জেনিফার লোপেজ বিচ্ছেদের পর আবারও নতুন সঙ্গীর সন্ধান করতে চলেছেন। বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ফের ডেটিংয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন এই সুন্দরী। মার্কিন গণমাধ্যম পেইজ সিক্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, জেনিফার লোপেজ নিজেকে নতুন সম্পর্কের জন্য প্রস্তুত মনে করছেন এবং প্রেমের বিষয়ে তিনি বেশ আশাবাদী। জানা যায়, জেনিফারের বন্ধুরা তাকে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং তিনিও সেই পরামর্শে আগ্রহ প্রকাশ করেছেন। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, এবার জেনিফার শুধু তারকা কিংবা হলিউডের পরিচিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, বরং বিনোদন জগতের বাইরের মানুষদের সঙ্গেও সম্পর্কে জড়ানোর ব্যাপারে বেশ আগ্রহী তিনি। আরও জানা যায়, জেনিফার এমন কারও সঙ্গে ডেট করতে চান, যিনি জনসমক্ষে খুব বেশি পরিচিত নন, তবে তিনি নিজের পছন্দের ক্ষেত্রে খুব বেশি শর্ত বেঁধে দিচ্ছেন না। এদিকে জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বিচ্ছেদের আবেদন করেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০২৫ সালের ৬ জানুয়ারি, যদিও এটি কার্যকর হয় ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি। বর্তমানে বেন অ্যাফ্লেক তার সাবেক স্ত্রী জেনিফার গার্নারের সঙ্গে আবারও সময় কাটাচ্ছেন। তাদের ইতোমধ্যে একসঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে। সম্প্রতি একটি পেইন্টবল আউটিংয়ে বেন ও জেনিফার গার্নারকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। তারা তাদের সন্তান ভায়োলেট (১৯), সেরাফিনা (১৬) ও স্যামুয়েল (১৩)-এর সঙ্গে সময় কাটাচ্ছেন, যা পারিবারিক বন্ধন আরও দৃঢ় করছে মনে করছেন নেটিজেনরা। জেনিফার লোপেজকে পর্দায় সবশেষ দেখা যায় চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন বিল কনডন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.