পার্বতীপুর (দিনাজপুর) থেকে মোঃ মিজানুর রহমান মিজানঃ দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আলোচনাসভা, দোআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলটির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সোমবার বিকেলে পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্জ এ.জেড.এম রেজওয়ানুল হক। পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি খুরশিদ আলম মতি, জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান জুয়েল, পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান, পৌর কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপনসহ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও দিনাজপুর জেলা কমিটির নের্তৃবৃন্দ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দেশের মানুষের মঙ্গল কামনায় দোআ করা হয়। আগামী দিনের যে কোন কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান প্রধান অতিথি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.