সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭/বালক-বালিকা) শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে পার্বতীপুর উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করে। ফুটবল টুর্নামেন্টে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভা মিলে ১১টি দল অংশ নেয়।
আজ বুধবার সকাল ১১টায় পার্বতীপুর পৌরসভা স্টেডিয়াম মাঠে এ খেলা উদ্ধোধন করেন- দিনাজপুর-৫ আসনের সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে সভাপতিত্ব করেন-পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল। এসময় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, বিশিষ্ট ক্রীড়াবীদ ও ক্রীড়া সংগঠক আমজাদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নাসিম হাসান প্রমুখ। উদ্ধোধনীয় খেলায় রামপুর ইউনিয়ন-৫-০ হামিদপুর এবং হাবড়া ইউনিয়ন ফুটবল-২-০ মমিনপুর ইউনিয়ন দলকে হারায়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.