নিজেদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে চলতি বছরের জুলাইয়ে ওয়ানডে সিরিজ না খেলার জন্য প্রস্তাব পাঠায় শ্রীলঙ্কা ক্রিকেট।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) অবশ্য সেই প্রস্তাবটি মেনে নিয়েছে। যার ফলে জুলাইয়ে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আর হবে না। অবশ্য ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলেই শ্রীলঙ্কার এমন প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান; এমনটাই জানিয়েছেন পিসিবির মিডিয়া প্রধান সামি-উল-হাসান।
তিনি বলেন, ‘যেহেতু এই ওয়ানডে সিরিজটা বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়, আমরা আপত্তি করিনি। সিরিজের চূড়ান্ত শিডিউল নিয়ে আলোচনা চলবে, দ্রুতই জানানো হবে।’ একই কারণ ব্যাখ্যা করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.