গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আজ বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে বাস-অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলো সোহেল মিয়া (৩০), তাজু মিয়া (২৩) ও মো. সবুজ মিয়া (৩৬)। তারা সকলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
আজ সকাল ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার থেকে সবজি বোঝাই একটি অটো রিক্সা কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ীর হাটের দিকে আসছিলো। অটো রিক্সাটি পলাশবাড়ির বিটিসি মোড়ে পৌছিলে ঢাকা থেকে রংপুরগামি নিউ সাফা পরিবহনের একটি বাস অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটো বিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনে মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। ঘটনাস্থলে থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.