প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
পটুয়াখালীতে রাক্ষুসে সাকার মিলছে পুকুরে

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনার একটি পুকুরে বিরল প্রজাতির মাছ পাওয়া গেছে। এ বিরল প্রজাতির মাছ নিয়ে এলাকা জুড়ে হৈ চৈ শুরু হয়েছে। বিরল প্রজাতির মাছটি মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া গ্রামের রণজিৎ শীলের পুকুরে মাছ ধরতে গিয়ে এ বিরল প্রজাতির মাছ ধরা পরে।
জানা যায়, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া গ্রামের রণজিৎ শীলের পুকুরে শুক্রবার দুপুরে শংকর চন্দ্র শীল এবং নির্মল চন্দ্র শীল সহ বাড়ির লোকজন পুকুরের মাছ শিকার করতে গেলে তাদের জালে বিরল প্রজাতির রাক্ষুসে মাছ সাকার ধরা পরে। সাকারের শরীরে বাদামী রং, সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট কালো রঙ্গের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্টের কারনে স্থানীয় লোকজন এর নাম দিয়েছন টািগার মাছ। মাছটি ধরা পড়ার পর থেকে এটি দেখতে বাড়ির আশপাশের লোকজন ভিড় জমায়। মাথা থেকে লেজ পর্যন্ত ৪২ ইঞ্চি লাম্বা। মাছটির ওজন প্রায় সাড়ে ৯ শ' গ্রাম।
মাছ শিকারী শংকর চন্দ্র শীল, বাড়ির পুকুরে মাছ শিকার করতে গেলে আমাদের জালে বিরল প্রজাতির মাছটি ধরা পরে। তবে ধারনা করা হচ্ছে পুকুরের পুর্ব পাশ দিয়ে জোয়ার ভাটা প্রবাহিত খাল রয়েছে। সেই খাল থেকে হয়তো পুকুরে আসতে পারে। জীবিত অবস্থায়ই খালে চেড়ে দেওয়া হয়েছে।
এবিষয়ে দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার জানান, মাছটির নাম সাকার মাউথ ক্যাট ফিস নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। মাছটি না মেরে খালে বা নদীতে অবমুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.