প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ
নেত্রকোণায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া সেই মাদক ব্যবসায়ী অবশেষে ডিবির হাতে গ্রেফতার

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : নেত্রকোণায় হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যাবসায়ী শাহিনুর আলম খানকে (৩৭) একমাস পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম গত ১লা জুলাই বিকাল সাড়ে ৩ টার দিকে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে মাদক বেচাকেনার সময় একজনকে আটক করে হাতকড়া পড়ানোর সময় সে ধস্তাধস্তি করে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী হলো আটপাড়া উপজেলার মনিষা গ্রামের আলাল উদ্দিন খানের পুত্র মোঃ শাহিনুর আলম খান।
দীর্ঘ একমাস পর ডিবি পুলিশ গত ৩১ জুলাই সন্ধায় নেত্রকোণা জেলা শহরের শাহ সুলতান রোড হতে সেই পলাতক মাদক ব্যাবসায়ী শাহিনুর আলম খানকে গ্রেফতার করে।
আজ ১লা আগষ্ট ডিবি পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.