প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডঃ ২ যুবক গ্রেফতারঃ মোবাইল-টাকা উদ্ধার

এ কে এম আবদুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণার জেলা শহরের আরামবাগ এলাকায় চাঞ্চল্যকর মাজেদা বেগমকে (৫২) নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও গ্রামের মোঃ শহিদের ছেলে আরিয়ান আহমেদ রাজীব (২২) ও জেলা শহরের ছোট বাজার এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাউন বিন তোহা আব্দুল্লাহ (১৫)।
পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শহরের আরামবাগ এলাকার মৃত আরমান আলীর স্ত্রী মাজেদা বেগম স্বামী ও ছেলে সন্তান না থাকায় তিনি একাই এই বাসায় বসবাস করতেন। তার একমাত্র মেয়ে ফারিয়া সুলতানা ইতি তার স্বামীর কর্মস্থল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মাস্টার বাড়ী এলাকায় বসবাস করেন।
গত ২০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে দুর্বৃত্তরা মাজেদা বেগমকে তার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করে তার কাছ থেকে ১৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও কানের দুল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মৃত মাজেদা বেগমের মেয়ে ফারিয়া সুলতানা ইতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে ২৫ মার্চ নেত্রকোণা মডেল থানায় মামলা একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও নেত্রকোণা মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে মাজেদা বেগমের চুরি হওয়া স্যামসাং এম-১৪ মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করে।
পরে মোবাইলের সূত্র ধরে ৩রা এপ্রিল নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজার এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত রাজীব ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা সাত হাজার টাকা উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা এবং নগদ টাকা, মোবাইল ফোন ও কানের দুল লুটের কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় আরো কেউ জড়িত ছিল কি না সেই বিষয়ে তদন্ত চলছে এবং বাকি লুট করা মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.