প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০), মোছা. রোজিনা আক্তার (৩৫), রোমান(১৭), ও রোহান (৯)। এরা সবাই শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি।
মঙ্গলবার (১০ মে) ভোরের দিকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। দগ্ধ অবস্থায় তাদের ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্নে সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ে এলে তাদেরকে ভর্তি করা হয়।দগ্ধ আনোয়ার হোসেন বলেন, ‘আমি রিকশাচালক। সকালের দিকে উঠে ফ্রিজ থেকে সেমাই বের করে খাওয়ার সময় জানালা দিয়ে গ্যাসের বুদবুদ শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর হঠাৎ একটি শব্দ হয়ে আগুন লেগে যায়। আমি আমার ছেলে ও স্ত্রীকে ডাকতে ডাকতেই পুরা রুমে আগুন লেগে যায়। পরে আমরা সবাই দগ্ধ হয়েছি।
বাড়ির মালিক কাউছার আহমেদ বলেন, ‘সকালের দিকে আনোয়ার সিগারেট খেয়ে সিগারেটের বাকি অংশ ফেলে দিলে তা থেকে আগুনের সূত্রপাত ঘটে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা.আইয়ুব হোসেন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে আনোয়ার হোসেনের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে, রোজিনা আক্তারের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে, তার ছেলে রুহান ৩৫ শতাংশ দগ্ধ ও রোমান ৬ শতাংশ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চারজনকে ভর্তি করা হয়েছে। রোমানের অবস্থা শঙ্কামুক্ত ও আর তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছে, তারা সবাই এখন শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.