প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২২, ৫:১০ অপরাহ্ণ
নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসককে মাদারীপুর প্রেসক্লাবের শুভেচ্ছা

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: নবনির্বাচিত মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরীকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন মাদারীপুর প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের নেতারা তাকে শুভেচ্ছা জানান।
মুনীর চৌধুরীকে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারী করেন কর্তৃপক্ষ। তিনি মাদারীপুর প্রেসক্লাবের পৃষ্ঠপোষক হওয়ায় নবগঠিত মাদারীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মাওলা আকন্দ, সহ সভাপতি শফিক স্বপন, সাধারণ সম্পাদক এম.আর মুর্তজা, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল রিজভী, কোষাধ্যক্ষ সাব্বির হোসাইন আজিজ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক এমদাদ খান, সহ সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, কার্যকরী সদস্য ফায়েজুল শরীফ, রাশেদ কামাল, লিখন মুন্সি প্রমুখ। এসময় জেলা পরিষদ প্রশাসক মুনীর চৌধুরী সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুনীর চৌধুরী বলেন, জেলা পরিষদের অথায়নে মাদারীপুর প্রেসক্লাবের ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে নবগঠিত কমিটি নিয়ে সাংবাদিকদের মান উন্নয়নের নিজেকে সম্পৃক্ততা করবেন। সকল বিভেদ ভুলে সাংবাদিকদের এক হওয়ারও আহবান করেন তিনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.