নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা থেকে চুরি হওয়া ৪টি গরু সহ জনগণের হাতে মান্দার চৌবাড়িয়ায় আটক দুই গরু চোরকে উদ্ধার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। আটককৃত দু’জন হলেন মান্দা উপজেলার শালদহ গ্রামের মোজাহার রবির ছেলে শাখিল(২২) ও মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের রশিদের ছেলে সোহেল রানা(২৬)। গত শুক্রবার মান্দার চৌবাড়িয়া হাট থেকে তাদের স্থানীয়রা আটক করেন। পরে পোরশা থানায় অবগত করলে মান্দা থানা পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে পোরশা থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে নিয়ে আসে। পোরশায় থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনাটি নিশ্চিত করে এব্যাপারে থানায় একটি চুরি মামলা হয়েছে এবং আটকৃতদের শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান। উল্লেখ তিনদিন আগে পোরশা উপজেলা মধুপুর নতুনপাড়ার মহাদেব তিরকীর ছেলে সুরেন তিরকীর গোয়ালঘরে সিঁধ কেটে চোরেরা প্রবেশ করে গরুগুলি চুরি করে নিয়ে গিয়েছিল। পরে খোজাখুজির এক পর্যায়ে গত শুক্রবার চৌবাড়িয়া হাট থেকে চোরসহ গরুগুলি আটক করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.