প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৮:৫৭ পূর্বাহ্ণ
দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে নেত্রকোনায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা ; গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিক্ষোব সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখা শনিবার সকাল ১০টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূইয়া, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কি, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা তাতীদলের সভাপতি মোঃ আজিজুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন,
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন রিপন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুবদলের সিনিয়র সহ সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফারুক তালুকদার, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ শামছুল হুদা শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভির ইসলাম রাজন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকশেদুল আলম রাজিব, সদস্য সচিব গোলাম রাব্বি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোক্তাকিম বিল্লাহ, নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহবায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব আবুল কালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উর্ধগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। তারা দ্রব্যমূল্য কমানোর জোর দাবি জানান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.