প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২, ২০২২, ১১:০৯ পূর্বাহ্ণ
দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধে টাস্কফোর্সের যৌথ অভিযান,হার্ডলাইন প্রশাসন

কলিহাসান, দুর্গাপুর(নেত্রকোনা) নেত্রকোনাঃ নেত্রকোণা জেলার দুর্গাপুরে ভেজা বালু পরিবহনে টাস্কফোর্সের সাড়াসি অভিযান পরিচালিত হয়। গতকাল রোববার বেলা ২ টার দিকে ওই অভিযানে অংশ নেন এ এস পি মাহমুদা শারমিন নেলি, ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, সহ আনসার বাহীনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসান অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে আগামীকাল( মঙলবার) থেকে ভেঁজা বালু পরিবহন, অভার লোডিং আর ত্রিপল ছাড়া বালু পরিবহন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ জন্য উৎস মুখে চেকপোস্ট স্থাপন করা হয়েছে বলেও জানান। এ অভিযানের ধারাবাহিকতা অব্যহত থাকবে।
অভিযানে সার্কেল এ এস পি বলেন, লাইসেন্স বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালক দিয়ে গাড়ি চালানো যাবে না।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ১ বালু মহালের ইজারাদার ধনেশ পত্রনবিশ ও ২ নং বালু মহালের ইজারাদার ফারুক মিয়া,৩ নং বালু মহালের ইজারাদার মোঃ নজরুল ইসলাম,উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.