প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ১:৪৬ অপরাহ্ণ
জলঢাকায় ইয়ুথ লার্নিং সেন্টার কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় তরুনদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রয়োজনে সামাজিক ও প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ইয়ুথ লার্নিং সেন্টার কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি মঞ্জুর আল খালেদ, ইউএসএস'র নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী, গোলনা ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, খুটামারা ইউপি চেয়ারম্যান রকিবুল আলম ও কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিনন্দন সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাঞ্চন চন্দ্র রায়। সভায় প্রধান অতিথি আব্দুল ওয়াহেদ বাহাদুর এই প্রজন্মের যুবসমাজকে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক বা উপকরণ দিয়ে সহযোগিতা করার আহবান জানান। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও অভিনন্দন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও যুবসমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.