প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ
কুড়িগ্রাম সদর হাসপাতালের নতুন ভবনে সিলিং ফ্যান সংকট, তীব্র গরমে দিশেহারা রোগীরা

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ গত কয়েক দিনের গরমে বিপর্যস্ত জনজীবন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের অবস্থা আরও ভয়াবহ। হাসপাতালের ওয়ার্ডগুলোতে সিলিং ফ্যান সংকট থাকায় গরমে রোগীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
রবিবার (১৭ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলার কয়েকটা ওয়ার্ড ঘুরে দেখা যায় ওয়ার্ডে চারটি সিলিং ফ্যানের দুইটি অকেজো। ফলে সিলিং ফ্যান বঞ্চিত রোগীদের অনেকেই ব্যবহার করছেন টেবিল ফ্যান, আবার কারও ভরসা হাতপাখা।
কথা হয় পেটের ব্যথা নিয়ে ভর্তি হওয়া দেওয়ান মিয়ার (৩০) সঙ্গে। তিনি বলেন, পেটের ব্যথার চেয়েও বেশি অসহনীয় গরমের যন্ত্রণা। অথচ আমার বেডের ওপর সিলিং ফ্যান নেই। সারা দিন ছটফট করে পার করেছি।
একই কথা বলেন অন্যান্য রোগী এবং তাদের স্বজনরা। হাসপাতালটি নামে আধুনিক হলেও সেবার মান নিয়ে বিস্তর অভিযোগ তাদের।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সেসময় দায়িত্বরত নার্সরা সিলিং ফ্যান সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, অনেকগুলো সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে। আমরা লিখিত আকারে জানিয়েছি এবং ফ্যানের চাহিদা দিয়েছি। আমরা তাদের প্রতিনিয়ত বলছি, ফ্যানগুলো খুব দ্রুত প্রয়োজন।
এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো: শহিদুল্লাহ ও আরএমও ডাঃ পুলক কুমার সরকারকে মোবাইল ফোনে ফোন দিলে তারা ফোন রিসিভ করেনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.